উন্নত পিক্সেল ফোন আনল গুগল
- প্রযুক্তি ডেস্ক
- ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
সম্প্রতি এআই সক্ষমতাওয়ালা নতুন শ্রেণীর উন্নত পিক্সেল স্মার্টফোন উন্মোচন করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে নিজস্ব হার্ডওয়্যারে সমন্বিত করে ফোনের বিভিন্ন আপগ্রেডের মধ্যে রয়েছে ‘পিক্সেল-ওনলি’ নামের একটি ফিচার, যা ব্যবহারকারীকে স্ক্রিনশটে থাকা বিভিন্ন তথ্য খোঁজার সুবিধা দেয়। এ ছাড়া, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপে গুগলের চ্যাটবট জেমিনাই সমন্বিত করে বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়ার বা কনটেন্ট বানানোর সুযোগ পাবেন। ২০১৬ সালে পিক্সেল ফোন প্রথমবার উন্মোচিত হওয়ার পর থেকে ফোনটির নতুন সংস্করণের ঘোষণা সচরাচর গ্রীষ্মে এলেও এবার তা ঘটেছে শরতে।
বাজার গবেষণা কোম্পানি ‘টেকস্পনেনশিয়াল’-এর বিশ্লেষক এভি গ্রিনগার্ট বলেন, আমি গুগলের অনেক আয়োজনই দেখেছি। তবে, এবারেরটা ছিল সবচেয়ে ব্যাখ্যামূলক ও পরিপূর্ণ আয়োজনগুলোর মধ্যে একটি। গুগল কেন এআই খাতের সম্মুখসারিতে আছে, তার নমুনাও দেখা গেছে এতে। আয়োজনে উন্মোচিত ছয় দশমিক তিন ইঞ্চির ‘পিক্সেল ৯’ মডেলটির দাম শুরু ৭৯৯ ডলার থেকে, যা আগের মডেলের চেয়ে একশ’ ডলার বেশি। এর পাশাপাশি আগস্টের শেষে ছয় দশমিক আট ইঞ্চির ‘পিক্সেল ৯ প্রো এক্সএল’ নামের মডেলও বাজারে আসবে বলে জানিয়েছেন কোম্পানির এক মুখপাত্র।
‘পিক্সেল ৯ প্রো’ মডেলে উন্নত ক্যামেরার মতো ফিচার যোগ হয়েছে। সেপ্টেম্বরে এই একই মডেলের ‘ফোল্ডএবল’ বা ভাজযোগ্য সংস্করণ বাজারে আসবে। আর নতুন এ মডেলগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা